নিউইয়র্কে ১০০ কোটি ডলার ব্যয়ে নতুন ক্যাম্পাস করবে গুগল

0
336

খবর৭১:১০০ কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুগলের নতুন ক্যাম্পাস চালু করা হবে।

সোমবার (১৭ ডিসেম্বর) গুগলের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে বলে এনসিবির খবরে বলা হয়েছে।

নতুন ক্যাম্পাসে হাজারো মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে গুগল। সব মিলিয়ে ক্যাম্পাসটির আকার হবে ১ দশমিক ৭ মিলিয়ন স্কয়ার ফুট। এখানে ৭ হাজার মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন। ২০২০ সালে এ ক্যাম্পাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে চায় গুগল। আমাজনের পর এই প্রথম বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠান নিউইয়র্কে তাদের ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। এই ক্যাম্পাসকে ডাকা হবে ‘গুগল হাডসন স্কয়ার’ নামে। খুব দ্রুত এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা গুগলের।

গুগল বলেছে, হাডসন স্ট্রিটের পাশে ওয়াশিংটন স্ট্রিটে আরও জায়গা খোঁজা হচ্ছে, সেখানে ২০২২ সালে যাবে গুগল।

যুক্তরাষ্ট্রের অন্য বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করেই এগচ্ছে গুগল। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকটি করে বড় ক্যাম্পাস আছে। এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি টেক্সাসের অস্টিনে নতুন একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা দেয় অ্যাপল। তাদের ক্যাম্পাসও এক কোটি ডলার খরচ করে তৈরি করা হচ্ছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here