না ফেরার দেশে শ্রীদেবী

0
316

খবর৭১:;বলিউডের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী কাপুর মারা গেছেন। দুবাইয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। মৃত্যুর সময় তার স্বামী বনি কাপুর আর মেয়ে খুশী তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়লাম, কান্নাডা আর হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

বলিউডের হাতেগোনা কয়েকজন অভিনেত্রীর একজন বলে তাকে মনে করা হতো, যারা নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পারবেন।

২০১৩ সালে তাকে পদ্ম শ্রী সম্মাননা প্রদান করে ভারতের সরকার।

হিরোনির্ভর হিন্দি সিনেমার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিলেন শ্রীদেবী। ‘চাঁদনি’, ‘লমহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নাগিনা’ হোক বা হালফিলের ‘ইংলিশ ভিংলিশ’ এবং ‘মম’— প্রায় একার হাতেই ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ফিল্মের উপহার দিয়েছেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here