না ফেরার দেশে চলে গেলেন কবি মোস্তফা মীর

0
585

খবর৭১:না ফেরার দেশে চলে গেলেন কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মোস্তফা মীর। বুধবার রাত ২টার দিকে ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। হঠা‍ৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফা মীরকে সোমবার গণস্বাস্থ্য হাসাপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলেই তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।
মোস্তফা মীর মূলত কবি। সত্তর দশকে বাংলা কবিতাকে যারা জনপ্রিয় করে তোলেন মোস্তফা মীর তাদের অন্যতম। তার জন্ম ১৯৫২ সালে, রাজবাড়ী জেলার বড়লক্ষ্মীপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মোস্তফা মীর মাস্টার্স করেছেন ১৯৭৬ সালে। কর্মজীবনে একাধিকবার পেশা বদল করেছেন এবং একটি বেসরকারি সংস্থায় ১৮ বছর যুক্ত ছিলেন সম্পাদনাকর্মের সঙ্গে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here