নাশকতা মামলায় চৌগাছা বিএনপির ১২ নেতাকর্মীর হাইকোর্টে ৬ সপ্তাহের জামিন

0
234

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম সহ ১২ জন নেতাকর্মী মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। থানা পুলিশের কথিত নাশকতা মামলায় তারা মঙ্গলবার দুপুরে জামিন লাভ করেন বলে জানা গেছে।
দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, গত ২ ফের্রুয়ারী চৌগাছা থানা পুলিশের এসআই অনিল মুখার্জী বাদি হয়ে সংশ্লিষ্ঠ থানায় একটি নাশকতা মামলা করেন। এই মামলায় উপজেলা বিএনপির সভাপতি সহ ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করা হয়। কথিত সেই নাশকতা মামলায় মঙ্গলবার মহামান্য হাইকোর্ট থেকে ১২ নেতাকর্মী ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন লাভ করেন। আসামীদের পক্ষে প্রধান আইনজীবি হিসাবে কাজ করেন সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদিন। সহযোগী হিসাবে ছিলেন এ্যাড. জহুরুল ইসলাম সুমন, এ্যাড. মেহবুবা জুঁই ও এ্যাড. মাজহারুল ইসলাম তুহিন। জমিনপ্রাপ্ত নেতারা হলেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সহ সভাপতি কাজী আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক বিএম আজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর নাজমুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আব্দুল লতিফ লতা, শরিফুল ইসলাম, মজনুর রহমান, তরিকুল ইসলাম ডাবলু, আলী আহমদ ও মকলেছ হোসেন। মামলার এজাহার ভুক্তি আসামীর মধ্যে অমেদুল ইসলাম সন্তোষ ও নান্নু মিয়া বর্তমানে কারাগারে আছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here