নাশকতার মামলায়: সুনামগঞ্জ-১ অাসনে গ্রেফতার অাতংকে বিএনপি নেতাকর্মীরা।জামিন নামঞ্জুর।

0
246

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সংসদীয় অাসন সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,ধরমপাশা)উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার অাতংক বিরাজ করছে।গত পহেলা সেপ্টেম্বর শনিবার দলের ৪০তম প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্টান কে ঘিরে নাশকতার অভিযোগে তিন উপজেলায় বিভিন্ন পর্যায়ের বিএনপির ১৬ জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।শুত্রুবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সময়ে এদের গ্রেফতার করা হয়েছে।নিজ নিজ থানা পুলিশের দায়ের মামলায় মোট ৮৫ জন কে আসামী করা হয়েছে।এসব মামলায় আরও অনধিক ২শত জনকে অঞ্জাত রাখা হয়েছে।একাদশ জাতীয় নির্বাচনের আগ মুহুর্তে পুলিশের দায়ের করা এসব মামলায় গ্রেফতারের ভয়ে অত্নগোপনে রয়েছেন দলের নেতাকর্মীগণ।গ্রেফতার এড়াতে কৌশলে চলাফেরা করছেন তারা।

এদিকে জামিন নিতে গ্রেফতারকৃতদের গত ৩ সেপ্টেম্বর সোমবার স্ব স্ব অামল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতে জানিনের জন্য হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।আগামী ১৩ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা দায়রাজজ আদালতে গ্রেফতারকৃত বিএনপি নেতাদের মামলা শুনানীর হওয়ার কথা রয়েছে বলে সূত্রে জানা যায়।

জানা যায়,১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্টা বার্ষিকী পালনের সময় জামালগঞ্জ উপজেলায় প্রতিষ্টা বার্ষিকীর মিছিল থেকে ৫ জন বিএনপির কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,বিএনপি নেতা সদর ইউনিয়নের জাহেদুল ইসলাম,জামিল আহমদ সোহান,কিবরিয়া,মিয়া হোসেন,সচনা ইউনিয়নের অাশরাফ আলী।
পরে একই মামলায় উপজেলা বিএনপির আরও ৩০ নেতাকর্মী কে আসামী করে ৮০ জনকে অঞ্জাত রেখে মামলা রুজু করা হয়েছে।
বিএনপির প্রতিষ্টা বার্ষিকীর অাগের দিন শুক্রবার রাতে তাহিরপুর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ৬ নেতাকে তাহিরপুর থানা পুলিশ নাশকতার অভিযোগে গ্রেফতার করে একই মামলায় আরও ৪২জন নেতাকর্মী কে আসামী করে ৫০ জনকে অঞ্জাত রাখা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন,তাহিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন,সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,সহ প্রচার সম্পাদক সাজিদুল হক,শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম,এমদাদুল হুদা,সাবেক সদস্য কামাল পাশা।

ধরমপাশা উপজেলায় ১লা সেপ্টেম্বর শনিবার রাতে একই অভিযোগে ৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ধরমপাশা ছাত্রদল নেতা হাবিবুল্লাহ,যুবদল নেতা খালেদুন,কাঞ্চন,মধ্যনগরের ছাত্রদল নেতা মিনু,তৌফিক খন্দকার কে গ্রেফতার করা হয়েছে।একই মামলায় ১৩ জনকে আসামী করে আরও ৫০ জনকে অঞ্জাত রাখা হয়েছে।গ্রেফতারকৃত আসামীগণ জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমরা তাদের পাশে আছি খোজ খবর নিচ্ছি আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করছি।তারা নেতাকর্মীদের উপর প্রহসন মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here