নালিতাবাড়ীতে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে উপজাতি কৃষক খুন : আহত-২, আটক-৩

0
406
নালিতাবাড়ীতে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে উপজাতি কৃষক খুন : আহত-২, আটক-৩

শেরপুর, আবু হানিফ :
আজ ২০মে সন্ধা সাড়ে সাতটার দিকে ধান কেটে নিয়ে বাড়ী ফেরার পথে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া কালাপানি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ও তাদের ছুড়িকাঘাতে সুনীল চাম্বুগং (৪৮) নামে এক উপজাতি কৃষক খুন হয়েছে। একই সময় তার স্ত্রী ও ভগ্নিপতি আহত হয়েছে। স্থানীয় জনতার খুনের সাথে জড়িত ৩ দুর্বৃত্তকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, সুনীল চাম্বুগং, তার স্ত্রী দিবাস চাম্বুগং ও ভগ্নিপতি অন্তুন চাম্বুগং পাহাড়ী এলাকা থেকে ধান কেটে ভ্যানগাড়ী যোগে সমস্চুরাস্থ নিজ বাড়ীতে নিয়ে আসছিল। কিন্তু পথিমধ্যে কালাকুমায় তিন দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্ত জামালপুর জেলার মেলান্দহের মহিরামপুর গ্রামের নুর ইসলামের ছেলে স্বপন (৩০), ময়মনসিংহের ধোবাউড়ার ময়চরনের ছেলে কিরেন্দ্র রাংমা (৪৫) অপর অজ্ঞাতনামা যুবক হামলা করে। এসময় তাদের ছুড়িকাঘাতে ঘটনাস্থলে মারা যায় সুনীল চাম্বুগং। আহত হয় অপর দুইজন। তাদেরকে ঝিনাইগাতী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার ঘটার সাথে সাথে স্থানীয় লোকজন ওই তিন দুর্বৃত্তকে আটক করে গনধুলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।উদ্ধার করা হয় মৃত সুনীল চাম্বুগংকে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল লাশ উদ্ধার ও আটক তিনজনকে হেফাজতে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here