নার্স হত্যাঃ আন্দোলনের হুমকি দিল নার্সরা

0
278

খবর৭১ঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুমকি দেয়া হয়।

শনিবার ( ১১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল শাখা এ মানবন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি যাওয়ার পথে শাহিনুর আক্তার তানিয়াকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে জঘন্যতম, নিকৃষ্ট, পৈশাচিক ও ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। নরপশুদের দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি।

এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানে কোনও রূপ কালক্ষেপণ হয় তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।

মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিনুর আক্তার তানিয়া গত সোমবার রাতে ছুটি নিয়ে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর উদ্দেশে রওয়ানা দেন। যাওয়ার পথে ওই বাসের ড্রাইভার ও হেলপারসহ পাঁচ-ছয় বখাটে তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় ড্রাইভার নুরুজ্জামান (৩৯), হেলপার মিলন মিয়াকে (৩৩) আটক করেছে কটিয়াদী থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here