নারায়ণগঞ্জে প্রবাসী পল্লী গ্রুপ ও নারায়ণগঞ্জ-২ সংসদ সদস্যের ত্রান বিতরণ

0
1623
নারায়ণগঞ্জে প্রবাসী পল্লী গ্রুপ ও নারায়ণগঞ্জ-২ সংসদ সদস্যের ত্রান বিতরণ
নারায়ণগঞ্জে ত্রান বিতরণ করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

খবর৭১ঃ গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। সরকার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করায় এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করায় এখন অবধি লাগাম টেনে রাখা গেছে আক্রান্তের সংখ্যার। করোনার বিস্তার প্রতিরোধে দেশের বিভিন্ন এলাকা লকডাউন করার পাশাপাশি নাগরিকদের হোম কোয়ারেন্টিন বা ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।

দরিদ্র-অসহায়-কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের স্বাবলম্বী ব্যক্তিবর্গ। এ মহাদুর্যোগে মানবতার সেবায় অগ্রদূত হিসেবে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ তৎপরতাও চোখে পড়েছে। বিশেষ করে আজ নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও  প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ ব্যাপক ত্রাণ তৎপরতা নজর কেড়েছে দেশব্যাপী মানুষের। করোনাভাইরাসের কারণে দুর্ভোগে পড়া দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ।

নারায়ণগঞ্জে প্রবাসী পল্লী গ্রুপ ও নারায়ণগঞ্জ-২ সংসদ সদস্যে ত্রান বিতরণ
নারায়ণগঞ্জে ত্রান বিতরণ করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকার সাতগ্রাম, খাগকান্দা, উচিৎপুরা ইউনিয়ন, গোপালদী পৌরসভা, বিশনন্দী, দুপ্তারা ইউনিয়নে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী সরবরাহ করছেন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পেয়াজ, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি করে লবণ দেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রয়োজন মোতাবেক শিশুদের গুঁড়ো দুধও দেওয়া হয়েছে। জানা যায়, ৬০০ রিক্সা চালক, অসহায়, দুঃস্তদের মাঝে খাবার বিতরন করেছেন মানবিক এই সাংসদ ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ।

এমনকি, দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের ঘুম থেকে ডেকে ত্রাণ দিয়ে সহযোগিতা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ।

একই গ্রামের দিনমজুর আয়নাল হক জানান, তিনি মাটি কাটার কাজ করেন। করোনার কারণে গত এক সপ্তাহ ধরে কাজ বন্ধ। ঘরে যে খাবার ছিলো তাও শেষ হয়ে গেছে। ভাবছি সামনের দিনগুলো কিভাবে চলবে। তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ। তিনি চাল, লবণ, ডাল, আলু ও তেলের একটি বস্তা দিয়ে বললেন, এতে আপনার ১০ দিন চলবে। দশ দিন যাওয়ার পর আবার খাদ্যসামগ্রী পাঠিয়ে দেওয়া হবে।

নারায়ণগঞ্জে প্রবাসী পল্লী গ্রুপ ও নারায়ণগঞ্জ-২ সংসদ সদস্যে ত্রান বিতরণ
নারায়ণগঞ্জে ত্রান বিতরণ করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

নজরুল ইসলাম বাবু ও প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান মুহিদ বলেন, মানুষের জন্যই রাজনীতি করি এবং কাজ করি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে। আমরা এই দুর্যোগ মোকাবিলায় সক্ষম হব। এ জন্য সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here