নান্দাইল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অবৈধ দোকানঘর নির্মাণ, জনমনে ক্ষোভ

0
217

এবি সিদ্দিক খসরু ,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রেলওয়ের কথিত স্টাফ উসমান অবৈধভাবে একটি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছে। এতে এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, উক্ত উসমান রেলওয়ের কতিপয় কর্মকর্তাকে টাকার বিনিময়ে হাত করে এ দোকান ঘর নির্মাণ করছেন। শুক্রবার সরজমিন ঘটনাস্থলে গেলে অবৈধ দোকান ঘর নির্মাতা উসমানকে পাওয়া যায়নি। এলাকাবাসীরা অভিযোগ করে জানান, উক্ত দোকানঘর নির্মাণ কাজ শুরু করায় স্টেশানের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। এদিকে গত কয়েক দিন আগে উক্ত স্টেশানের প্ল্যাটফর্মের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। নির্মানাধীন দোকান ঘরের স্থানেও কাজ করার কথা কিন্তু অবৈধ দোকান ঘরটি নির্মাণ করা হলে বাকী প্ল্যাটফর্মের কাজ করা সম্ভব হবে না বলে স্টেশনের জনৈক কর্মচারী জানান। উক্ত নতুন নির্মাণাধীন প্ল্যাটফর্মের উপরে দোকান ঘরটি নির্মাণ করার কাজ শুরু করার ফলে জনরোষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে নান্দাইল রোড রেলওয়ে স্টেশান মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্মানাধীন দোকান ঘরটি অবৈধ নয়। এলাকাবাসী উক্ত নির্মানাধীন দোকান ঘরটির নিমার্ণ কাজ বন্ধ করার জন্য রেলওয়ের উর্ধবতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here