নান্দাইলে ৯৫ বছর বয়সেও বয়স্কভাতা কার্ড জুটেনি আবুল ফয়েজের

0
368

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আর কতো বয়স হলে বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সরকারি বয়স্ক ভাতা মিলবে বৃদ্ধ আবুল ফয়েজের ? জীবনের শেষ প্রান্তে এসে একটু হাতে গণা মনের চাহিদা মোতাবেক খাবার ছাড়া আর কিইবা চায় সেসমস্ত দরিদ্র বৃদ্ধ-বৃদ্ধাগণ। তেমনি চাহিদা মিটানোর জন্য সরকারি ভাতার টাকা পাবার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ৯৫ বছরের বৃদ্ধ মো. আবুল ফয়েজ। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের বাসিন্দা। পরিবারে তিন পুত্র ও ৪ কন্যা সন্তান থাকা সত্বেও স্ত্রীকে নিয়ে ভিক্ষা করে কোনমতে মানববেতর দিন কাটাচ্ছেন। নিজ এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার নামে ১০শতাংশ জায়গা দান করার কারনে তার পুত্র সন্তানরা আর দেখছেন না বৃদ্ধ বাবা-মাকে। কোনমতে নিজবাড়িতে স্ত্রীকে নিয়ে আশ্রয়ে থাকলেও ভিক্ষাবৃত্তিই আহারের একমাত্র সম্বল হয়ে দাড়িয়েছেন আবুল ফয়েজের। তবু তিনি সন্তানদেরকে কষ্ট দিতে চান না বলে এভাবেই দিন কাটালেও স্ত্রী’র ও নিজ দেহের অসুস্থতা কাবু করে ফেললে ভোগতে হয় দিনের পর দিন। ঔষধ সেবনতো দূরের কথা খাবার যোগানও কষ্ট হয়ে পড়ে। তাই জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন একটি বয়স্ক ভাতা কার্ড পাওয়ার জন্য। কিন্তুু আবুল ফয়েজ জানান, বয়স্কভাতা কার্ড পেতে হলে নাকি টাকা দিতে হবে। তাই টাকা দিতে না পারায় তাঁর বয়স্কভাতা কার্ড হচ্ছে না। চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুইয়া জানান, বিষয়টি তার জানা ছিলনা তবে অতি দ্রুত তার কার্ডের ব্যবস্থা করা হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here