নান্দাইলে শিশুর শ্লীলতাহানীর চেষ্টা, শালীসে দু’পক্ষের সংঘর্ষ ,আহত ৬

0
181

এবি সিদ্দিক খসরু ,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে শিশুর শ্লীলতাহানীর ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠকের সময় দু’পক্ষের মাঝে সৃষ্ট গোলযোগে মহিলা সহ ৬জন আহত হয়েছে। জানাগেছে, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের আঃ আজিজের পুত্র মোহাম্মদ (১৩) একই গ্রামের রমজানের শিশু কণ্যা (৭)’কে ২৭জুলাই বাড়ীর পার্শ্বে পাট ক্ষেতে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়ে শিশুটির গালে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে শ্লীলতাহানী করে। এ ঘটনায় উক্ত ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন ঘটনার দিন দিবাগত রাতে বিষয়টি আপোষ ফয়সালার জন্য চামারুল্লাহ গ্রামের রইছ উদ্দিনের বাড়ীর সামনে দরবার শালিস বসায়। এক পর্যায়ে শালিসে উক্ত মেম্বার কামাল উদ্দিন লম্পট মোহাম্মদের ভাই সোহাগকে চড় মারলে উভয় পক্ষ সংঘর্ষ বেধেঁ যায়। এতে করে উভয় পক্ষের লিটন (৩৫), জুয়েল (৩৫), নাছিমা (৪৫), সোহাগ (১৮), রাসেল (২৫) গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ নির্যাতিত শিশুটিকে এবং অভিযুক্ত মোহাম্মদকে চামারুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে শনিবার উভয়কে থানায় নিয়ে আসে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here