নান্দাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরন

0
209

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নিরাপদ সড়ক নিশ্চিতকরন ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সরকারের এক মাস কর্মসূচীর অংশ হিসাবে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। সোমবার (৩রা সেপ্টেম্বর) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন “নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব” সংক্রান্ত প্রচারপত্র (লিফলেট) বিতরনের শুভ উদ্বোধন করেন। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক রেজাউল আলম ফরাজি সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারপত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, “শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবক, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং পথচারীদের নিরাপদে পথচলার নিয়ম-কানুন জানাতে এই লিফলেট বিতরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন ও স্কাউট সদস্যদের প্রণয়ন করা “নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব” শীর্ষক প্রচারপত্রটি প্রচারণার মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। পরে তিনি নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়, ঘোষপালা ফাজিলা মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here