নান্দাইলে ধানের শীষ প্রার্থী খুররম খান চৌধুরীর সাংবাদিক সম্মেলন

0
569

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী শনিবার (২২শে ডিসেম্বর) কানারামপুর বাজারস্থ খুররম খান চৌধুরী কমপ্লেক্স বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি নান্দাইল আসনে নির্বাচনের লেভেল প্লেয়িং মাঠ তৈরী হয়নি বলে জানান। এছাড়া তিনি আরও বলেন বিএনপি নেতাকর্মীদেরকে এপর্যন্ত ৬টি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার সহ আতঙ্কের সৃষ্টি করছে। শুধু তাই নয় নেতাকর্মীদের মারধর সহ ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলছে এবং বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করেছে। প্রায় ২৬৯জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২০ জনকে একের পর এক মিথ্যা মামলার আাসামী করা হয়েছে। বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর দিন গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইঁয়া শেরপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল মনছুর কে গ্রেফতার করা হয়েছে। তিনি নান্দাইলের সাংবাদিকদের আসন্ন নির্বাচন নিয়ে মাঠের সঠিক অবস্থা পত্র/পত্রিকায় তুলে ধরার আহবান জানান। তিনি বলেন, যত হামলা-মামলা গ্রেফতার হউক না কেন বিএনপি মাঠ ছেড়ে যাবে না। সম্মেলনে উপজেলা সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নান্দাইলের কর্মরত ২৯জন সাংবাদিক যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here