নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

0
302

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ অক্টোবর) নান্দাইল চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষকলীগকে নান্দাইল উপজেলায় একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে। উপজেলা কৃষকলীগের আহŸায়ক মো. হাবিবুর রহমান সেতুর সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ সালাম, চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র মো. আব্দুস সাত্তার ভূইয়া উজ্জল, আওয়ামীলীগ নেতা মো. সাইদুর রহমান, যুবলীগ নেতা আবু নাঈম ভূইয়া ফারুক, মিসেস তামান্না ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা হাজী মো. নাজিমুল্লাহ লিটন, আওয়ামীলীগ নেতা মো. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকে শুরু হওয়া কৃষকলীগের সম্মেলন রাত ৮টা পর্যন্ত চলে। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারন সম্মেলনের শেষ পর্যন্ত অবস্থান করে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। মেজর জেনারেল অব: আব্দুস সালাম দীর্ঘ বক্তব্যে বর্তমান আওয়ামীলীগ সরকারের জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মো. চাঁন মিয়াকে সভাপতি ও মো. রতন মিয়াকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ৪নং চন্ডীপাশা ইউনিয়ন কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here