নান্দাইলে গাংগাইল ইউনিয়নের ৩৩০টি পরিবারে শুভ বিদ্যুতায়ন করেন এমপি তুহিন

0
380

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা ও পাছ গয়েশপুর গ্রামে বুধবার রাতে বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইর পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক টিপু সুলতানের সভাপতিত্বে ও এটিএম আবু তাহের মঞ্জুর বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মুক্তাদির হোসেন সরকার, সিনিয়র সাংবাদিক ও সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা ওলামালীগের নেতা মুফতি মাও: মোশারফ হোসেন, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, মাওলানা আব্দুল হাই, ঈসমাইল হোসেন মেম্বার,গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন, নজরুল ইসলাম হীরা বক্তব্য রাখেন। এসময় বিশিষ্ট সমাজ সেবক মো. সাইফুল ইসলাম, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক, শাহজাহান ফকির, মোঃ রমজান আলী সহ নান্দাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ ও বিদ্যুৎ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ারা গ্রামে ২৯০টি পরিবার ও পাচঁগয়েশপুর গ্রামে ৩০টি পরিবারের মাঝে বিদ্যুতায়ন করা হয়। দীর্ঘ ৪৭ বছর পর উক্ত গ্রামগুলোতে বিদুৎতায়ন হওয়ায় তারা সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনকে ধন্যবাদ জ্ঞাপন সহ আগামী সংসদ নির্বাচনে উনি নৌকা প্রতীক নিয়ে এলে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাঁর প্রতিদান দেবেন বলে এলাকাবাসী জানায়। এসময় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় শহর আর গ্রামের পার্থক্য এখন আর বুঝা যায়না।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here