নান্দাইলের মুশুলী ইউনিয়নে ভি জি ডি‘র চাউল বিতরনে অনিয়ম।। ইউএনও নির্দেশে স্থগিত

0
322

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নে মঙ্গলবার (১৯ডিসেম্বর) ২মাসের ভি জি ডি কার্ড ধারীদের মাঝে সরকারী কর্মকর্তাদের অনুপস্থিতিতে কয়েকজন ইউপি সদস্য চাউল বিতরণ শুরু করেন। নভেম্বর/ ডিসেম্বর ২০১৭ দুই মাসে প্রতিজন কার্ডধারীর মাঝে ৬০ কেজি করে চাউল বিতরনের সরকারী বিধান থাকলেও মুশুলী ইউনিয়নে খোলা বস্তায় ৫০ কেজি করে চাউল বিতরণ শুরু করেন। ২৩৩ জন কার্ড ধারীর মাঝে এনিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারকে উপস্থিত দেখতে পায়নি। এসময় কার্ড ধারীদের মাঝে চরম উত্তেজনা দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে সেল ফোনে অবহিত করা হলে তিনি জানান, সরকারী প্রতিনিধি ছাড়া চাউল বিতরণ করা সম্পূর্ণ অবৈধ। তিনি তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনে ইউপি সচিব মোঃ মনজুরুর রহমানকে চাউল বিতরণ বন্ধ রাখার নির্দেশে প্রদান করেন। ইউপি সচিব ইউএনও নির্দেশ পেয়ে চাউল বিতরণ বন্ধ করে দেন। বেশ কয়েকজন কার্ড ধারী অভিযোগ করেন প্রতি মাসের চাউল প্রতিমাসে না দিয়ে ২/৩ মাস আটকে রেখে এক সাথে দেয়া হয় এবং প্রতি বার ৮/১০ কেজি করে চাউল কম দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here