নাজিব রাজাকের মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

0
249

খবর৭১: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, নাজিব রাজাক ও তার স্ত্রী রোসমাহ মানসুরকে দেশত্যাগে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে শনিবার দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, নাজিবের এমন মন্তব্যের কিছুক্ষণ পরই তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এসেছে।

দুর্নীতির অভিযোগে দেশটির নতুন সরকারের তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন নাজিব রাজাক।-খবর গার্ডিয়ানের।

দেশত্যাগে নিষেধাজ্ঞা আসার পর নাজিব বলেছেন, সরকারি নির্দেশনায় তিনি ও তার পরিবার সম্মান দেখাবেন। তারা দেশেই অবস্থান করবেন।

এক টুইট বার্তায় নাজিব বলেন, আমি জানতে পেরেছি আমি ও আমার পরিবারকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বাইরে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনাকে সম্মান জানাই। পরিবারসহ আমি দেশেই অবস্থান করবো।

টুইটারে নাজিব বলেন, রাজনীতিতে চার দশক পার করার পর এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমি স্বল্প সময়ের বিরতি নিতে চাই। সাম্প্রতিক বছরগুলোতে পরিবারের সঙ্গে আমার খুব একটা দেখা হয়নি। তিনি নিজের ভুল ও ব্যর্থতার জন্য সবার কাছে দুঃখ প্রকাশও করেন।

নাজিব আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে দেশের ইতিহাসের এই বিভেদজনক সময় একদিন শেষ হয়ে যাবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here