নাচোল পৌরসভায় অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ

0
282

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভাকে মডেল পৌরসভা গঠনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।পৌর এলাকার বাসষ্ট্যান্ড হইতে রেলস্টেশনের দুধার পর্যন্ত অবৈধ ভাবে নানা দোকান পাট স্থাপন করে দখলদাররা ।ফলে স্কুল গামী ও কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী সহ জণসাধারণ কে প্রতিনিয়ত পড়তে হতো নানা ভোগান্তিতে।নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু জানান,পৌর সভাকে মডেল পৌরসভা গঠনের জন্য ইতোপূর্বে অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা সরানোর জন্য ৩ বার নোটিশ ও ২ বার মাইকিং করা হলেও অবৈধ দখলদাররা পৌর আইনকে অমান্য করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। চলতি ডিসেম্বর মাসে জেলার আইন শৃঙ্খলার মিটিংএ বিষয়টি নিয়ে জোরালে আলোচনা করা হয়। সে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানার আদেশ মোতাবেক মঙ্গলবার সকাল থেকে সারাদিন পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।উচ্ছেদ অভিযানে পৌর কর্মকর্তা,কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা নিয়োজিত ছিলেন।পৌর মেয়রের এ অভিযান কে স্বাগত জানিয়েছে উপজেলার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here