নাচোলে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

0
309

জোহরুলইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি কর্মকর্তা ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব নূর-উর-রহমান। মঙ্গলবার সকাল ১০টায় নাচোল উপজেলা চত্বরে রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব নূর-উর-রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা.উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব নূর-উর-রহমান।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ জেড এম নুরুল হক, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু,ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহাম্মদ।এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ,নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃজাহাঙ্গীর আলম,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব নূর-উর-রহমান বলেন,আগামী ৩০ শে ডিসেম্বর জাতীয় একাদশ সংসদ নির্বাচন।এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন নির্বাচন।সাধারণ জনগন যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।সরকারের উন্নয়ন যেন বাঁধাগ্রস্থ না হয় সেদিকে সকলের নজর রাখতে হবে।বরেন্দ্র অঞ্চলের পানির লেয়ার নিচে নেমে যাওয়া ,মাদক ,শিক্ষা সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here