নাচোলে প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ শুরু

0
297

খবর৭১:জোহরুল ইসলাম,(চাঁপাইসবাবগঞ্জ)প্রতিনিধিঃ-সারা দেশে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সময়সূচি ঘোষণা করা হয়েছে। কমিশন ঘোষিত নির্বাচনী প্রচার সংক্রান্ত সামগ্রী অপসারণের জন্য রবিবার রাত ১২টা পর্যন্ত সময় বেধে দেয়া হলেও অনেকে তাদের এসব সামগ্রী না সরানোয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, বিলবোর্ড,্গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল, কিংবা নির্বাচনী প্রচার সংক্রান্ত যাবতীয় সামগ্রী নাচোল উপজেলা প্রশাসন অপসারণের অভিযান শুরু করেছে।মঙ্গলবার দিনব্যাপি নাচোল পৌর এলাকা সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সম্ভাব্য বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার, বিলবোর্ড অপসারন করে।অভিযান চলাকালে এর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাবিহা সুলতানা।এ সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাবিহা সুলতানা জানান, কমিশন ঘোষিত নির্বাচনী প্রচার সংক্রান্ত সামগ্রী অপসারণের জন্য রবিবার রাত ১২টা পর্যন্ত সময় বেধে দেয়া হলে ও অনেকে এসব সামগ্রী না সরানোয় নাচোল উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করেছে।অপসারণ অভিযান অব্যাহত থাকবে। কমিশন ঘোষিত সময় সীমার পর প্রশাসনের এ অভিাযান আরও কঠোর ও নিরপেক্ষ ভাবে পরিচালনা করা হবে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here