নাচোলে জমি জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আইনজীবিসহ গুরুতর আহত ৪,আটক-১

0
354

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবিসহ গুরুতর আহত হয়েছে ৪ জন।এ ঘটনায় ১জন কে আটক করেছে নাচোল থানা পুলিশ।এলাকাবাসী ও থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানাগেছে,শুক্রবার বেলা ১২টার দিকে শ্রীরামপুর গ্রামের মৃত:আব্দুল গফুর ডাক্তারের ছেলে এ্যাডভোকেট আব্দুর রহমানের বাড়ির চত্বরে তাদের জমি জায়গা সংক্রান্ত বিবাদ নিরসনের লক্ষ্যে স্থানীয় লোকজন নিয়ে সালিশে বসে।সালিশ মিমাংসার শেষ মূহুর্তে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিত ভাবে শ্রীরামপুর গ্রামের মৃত:শের মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম ও তাঁর দুই ছেলে মোক্তার হোসেন ও আক্তার হোসেন এবং পৌর এলাকার হাতাডাউন গ্রামের টিপু সুলতানেরে ছেলে আমির হোসেন ও তাঁর তিন ছেলে মুসলিম (বিজিবি সদস্য) মিঠুন,হৃদয় সহ বেশ কয়েকজন ব্যক্তি লোহার রড,ধারালো হাসুয়া,কাতা,বাঁশের লাঠি সোটা, পাথরসহ অন্যান্য ধারালো অস্ত্রসহ এ্যাডভোকেট আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁর মামা আব্দুলাহ,বোন জামাই মুসা,খালাতো ভাই দুরুল হোদার উপর অতর্কিত হামলা করে।এসময় প্রতিপক্ষের হামলায় আব্দুল হকের মাথা ফেঁটে যায়,দুরুল হকের নাকের বাঁশি ও ডান হাত ভেঙ্গে গেছে এবং মুসার মাথা ফেঁটে যায়।এসময় এ্যাডভোকেট আব্দুর রহমান আহতদের উদ্ধার করতে এলে আসামী আমির হোসেন ও তার ছেলে মিঠুন ধারালো বাঁশ দিয়ে আব্দুর রহমানকে বেধড়ক পিঠাতে থাকে।পরে স্থানীয় লোকজন আব্দুল হক,মুসা,দুরুল হোদা ও আব্দুর রহমান কে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার আব্দুল হক,মুসা এবং দুরুল হোদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরে শুক্রবার বিকালে এ্যাডভোকেট আব্দুর রহমান নিজে বাদী হয়ে নাচোল থানায় একটি এজহার দাখিল করলে নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেনের ছেলে মিঠুনকে আটক করে।
এ বিষয়ে ভুক্তভোগি এ্যাডভোকেট আব্দুর রহমান জানান,আসামিরা সুপরিকল্পিত ভাবে আমাদের উপর সন্ত্রাসি হামলা করেছে ও বাড়িঘর লুটপাট করেছে।আমি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি প্রশাসনের কাছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পৌর কাউন্সিলর মতিউর রহমান জানান,অন্যায়ভাবে আসামিরা এ্যাডভোকেট আব্দুর রহমানের উপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত শামিম হোসেন জানান,এ্যাডভোকেট আব্দুর রহমানের লোকজনের উপর হামলার ঘটনায় একজন কে পুলিশ আটক করেছে। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here