নাচোলে আওয়ামীলীগ নেতার দোকানে দুর্বৃত্তদের আগুন

0
241

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আওয়ামীলীগ নেতার ঔষুদের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর ধারনা।এলাকাবাসী সুত্রে জানাগেছে, গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে কেবা কাহারা উপজেলার কসবা ইউপির আফসার আলীর ছেলে আব্দুল জাব্বারের (কসবা বাজারে অবস্থিত) মা ফার্মেসীর দোকানে আগুন দেয়।রোববার সকালে আব্দুল জাব্বার দোকান খুলতে এসে দেখে যে,তাঁর দোকানের সামনে দাঁড় করানো কাঠের নৌকাটি আগুনে পুড়ে ছাই হয়ে আছে।পরে আব্দুল জাব্বার দোকানের দরজা খোলা দেখতে পেয়ে স্থানীয় লোকজন কে ডাকদেয়।স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুল জাব্বার দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখে যে,তাঁর দোকানের সমস্ত ঔষুধ সহ অন্যাান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।পরে ভুক্তভোগী আব্দুল জাব্বার দোকানে আগুন লাগার বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের কে অবহিত করে।রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,কসবা ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান ও নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।ভুক্তভোগী আব্দুল জাব্বার বর্তমানে কসবা ইউপি আওয়ামীলীগের কোষাধক্ষ্য পদে দায়িত্বে রয়েছেন। ভুক্তভোগী আব্দুল জাব্বার জানান,জামায়াত-শিবিরের লোকজন পরিকল্পিত ভাবে আমার ঔষুধের দোকানে আগুন লাগাতে পারে।দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমার দোকানের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান,আওয়ামীলীগ কর্মীর দোকানে আগুন লাগানোর ঘটনাই যারাই জড়িত থাকুক না কেন প্রত্যেক কে আইনের আওতায় আনা হবে।এটি অত্যান্ত দুঃখজনক।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহাম্মদ জানান,আগুন লাগার ঘটনা জানতে পেরে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here