নাগরিকদের সেবা প্রদানে সকলকে একযোগে কাজ করতে হবে

0
500
SAMSUNG CAMERA PICTURES

খবর৭১,আবু বক্কর সিদ্দিক, জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেছেন, সরকারের সামগ্রিক সম্ভাব্য পরিকল্পনা-উন্নয়ন-সম্ভাবনা ও বাস্তবায়নসহ সকলস্তরের নাগরিকদের সার্বিক সেবা প্রদানে সকলকে আন্তরিকতার সহিত কাজ করে যেতে হবে। উদার দৃষ্টি-ভঙ্গি নিয়ে সরকারের সকল উন্নয়ন তরান্বিত করতে এক্ষেত্রে সকল দপ্তরের পরস্পর সমন্বয় সাধন অপরিহার্য। তবেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শুক্রবার জেলার পলাশবাড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শ্রেণী কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি দূরীকরণসহ আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান বিষয়ে মতবিনিময়ে সভায় এসব উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদ সভা কক্ষে সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ- মাহমুদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক উপজেলার হরিনাথপুর কমিউনিটি ক্লিনিক, ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দরজা-জানালা সংস্কার, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কাজ, গ্রাম উন্নয়ন সমিতি, হরিনাথপুর ইউনিয়ন পরিষদ অফিস-ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন কার্যক্রম দর্শন ও পরিদর্শন করেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here