নাগরিকদের মেয়রের ভূমিকা পালন করতে হবে

0
225

খবর৭১:বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের নবনির্মিত ১২ তলা ভবনের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘নাগরিকদের একটু সচেতনতাই পারে পরিচ্ছন্ন শহর গড়তে। আমি একা মেয়র, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে এই শহর পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে পারবোনা। এই জন্য দরকার নাগরিকদের সচেতনতা, সহযোগীতা। একজন মেয়র যেভাবে চেষ্টা করছে সেভাব নাগরিকরা যদি নিজের আঙ্গিনা, আশে পাশের জায়গা পরিচ্ছন্ন রাখেন তাহলেই একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে উঠবে। এই জন্য প্রতিটা নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।’

সাঈদ খোকন বলেন, ‘নিরাপদ সড়কের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বেপোরায়া গাড়ি, পুরাতন গাড়ি তুলে দিয়ে নতুন বাস নামানোর মাধ্যেমে আমরা রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। এজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে, নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা মাফিক আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।’

এছাড়া তিনি ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার না হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরামর্শ দেন পাশাপাশি হেডফোন কানে দিয়ে রাস্তায় চলাচলা না করার অনুরোধ জানান।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের দেশ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কারণ দেশের উন্নয়ন, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্ব ও নৌকার কোন বিকল্প নেই।’

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here