নাক গলাবেন না, বিবৃতি প্রত্যাহার করুন: যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী

0
330

খবর৭১ঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এই বিবৃতির মধ্য দিয়ে মার্কিন দূতাবাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস করেছে। আমরা এর নিন্দা জানিয়ে বিবৃতি প্রত্যাখ্যান করছি এবং তাদেরও তা প্রত্যাহারের অনুরোধ করছি।’

এসময় তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের পাশাপাশি একই বিষয়ে জাতিসংঘ মিশনের বিবৃতিকে ‘অযাচিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে এ ধরনের বিবৃতি প্রত্যাহারের আহ্বান জানান।

রাজধানীতে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতি দেয়।

এর পর মঙ্গলবার (৭ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ধরনের বিবৃতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন তথ্যমন্ত্রী ইনু।

এসময় মন্ত্রী বলেন, ‘কোনও শিক্ষার্থীর ওপর হামলা হয়নি। দুই-এক জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গণপরিবহনে অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পাশে থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ‘পাহারা দিয়ে রেখেছে’। প্রধানমন্ত্রীও তাদের দাবি তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছেন।’

সরকার শিক্ষার্থীদের রক্ষায় পদক্ষেপ নেয় জানিয়ে ইনু আরও বলেন, ‘একটি মহল শিশুদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা চালিয়েছিল। সরকারের দৃঢ়তার জন্য তা পারেনি।’

কুচক্রীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছিল তাদের আমরা চিহ্নিত করছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি এরকম একটা পরিস্থিতিতে মার্কিন দূতাবাস যে বক্তব্য দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। জাতিসংঘের বাংলাদেশ প্রধানের বিবৃতিও গ্রহণযোগ্য নয়। আমি সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হিসেবে এই বিবৃতিকে অনভিপ্রেত মনে করি, অযাচিত মনে করি। আশা করি, তারা এই ধরনের বিবৃতি দেবেন না এবং বাংলাদেশের প্রকৃত ঘটনার ভিন্ন চিত্রায়ণ করবেন না।’

বিবৃতির নিয়ে সরকারের ভাষ্য লিখিতভাবে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও জাতিসংঘকে জানানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here