নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কারে আগুন: নিহত ৯

0
284

খবর ৭১ঃ  নাইজেরিয়ার লাগোস শহরে পেট্রোলবাহী এক ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দিকে লাগোস-ইবাদান মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারটি একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে কাত হয়ে যায়। ফলে এতে থাকা পেট্রোল রাস্তায় ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বাসসহ মোট ৫০টির বেশি যানবাহন পুড়ে গেছে।

এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি এ ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ট্রাজেডি হিসেবে উল্লেখ করেছেন।

নাইজেরিয়ায় জ্বালানিবাহী গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ে থাকে। সড়ক ও যানবাহনের বেহাল দশার কারণেই আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশটিতে এ ধরনের দুর্ঘটনা হয়ে থাকে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here