নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের সংঘর্ষে নিহত ৮৬

0
247

খবর৭১: নাইজেরিয়ার প্লেটো রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮৬ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালায়। এতে পাঁচজন নিহত হয়। এরপর শনিবার পাল্টা হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

জমি নিয়ে ওই এলাকায় স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই সহিংসতা হয়। এ ঘ্টনার পর প্লেটো রাজ্যের তিন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

রাজ্যের পুলিশ কমিশনার উনডি আদি বলেন, হতাহতের পর বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে।

রাজ্য গভর্নর সিমন লালং বলেন, আক্রান্ত সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। এসব অপরাধে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে।

নাইজেরিয়ার মধ্য অঞ্চলে স্থায়ী বসতি স্থাপনকারী কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালক দল প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই মূলত এ সংঘর্ষ হয়।

এ অঞ্চলে উত্তরের মুসলিম ও দক্ষিণের খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় সংঘাতও লেগে থাকে। পশুপালকদের বেশির ভাগই মুসলিম ও কৃষকদের মধ্যে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here