নরসিংদীর ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী যারা

0
274

খবর৭১ঃ তৃতীয় ধাপে নরসিংদীর ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে পলাশ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বাকী ৪টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে জেলার চার উপজেলা শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় মোট ৪১২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৮৮০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তবে চার উপজেলায়ই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১১ প্লাটুন বিজিবি ছাড়াও প্রতিটি উপজেলায় দু’টি করে র‌্যাবের টিম ও পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছে।

রাতে বেসরকারিভাবে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হারুনুর রশিদ খাঁন হারুন (নৌকা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শরীফ সারোয়ার জুয়েল (চশমা) ভাইস চেয়ারম্যান (মহিলা) তাপসী রাবেয়া (ফুটবল) পদে বিজয়ী হয়েছেন।

মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাইফুল ইসলাম খাঁন বীরু (নৌকা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এম এস ইকবাল আহমেদ (তালা) ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা সুলতানা রুবি (প্রজাপতি) পদে বিজয়ী হয়েছেন।

বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমসের জামান ভূইয়া রিটন (নৌকা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান জাহাঙ্গীর (চশমা) ভাইস চেয়ারম্যান (মহিলা) শারমিন আক্তার খালেদা (প্রজাপতি) পদে বিজয়ী হয়েছেন।

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আবদুস সাদেক (আনারস)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোমেন হাজী (চশমা) ভাইস চেয়ারম্যান (মহিলা) তাজ তাহমিনা মানিক (হাঁস) পদে বিজয়ী হয়েছেন।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here