নববর্ষ উদযাপনে ডিএমপি’র বিশেষ ট্রাফিক ব্যবস্থা

0
265

খবর ৭১ঃ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী ১লা বৈশাখ ১৪২৫ (১৪ এপ্রিল ২০১৮ খ্রি.) রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম হবে। উক্ত এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবাহন ডাইভারশন :
সোনারগাঁও ক্রসিং, বাংলামটর, পরিবাগ গ্যাপ, নেভাল চিফ গলি, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট ক্রসিং, প্রশাসন একাডেমি গলি, শাহবাগ ক্রসিং।

যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে :
১। বাংলা মটর হতে রুপসী বাংলা, শাহবাগ হতে টিএসসি হতে দোয়েল চত্ত্বর
২। রুপসী বাংলা হতে কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা
৩। মৎস্য ভবন হতে শাহবাগ হতে কাঁটাবন
৪। পলাশী হতে শহীদ মিনার হতে দোয়েল চত্ত্বর হতে হাইকোর্ট ক্রসিং
৫। বকশী বাজার হতে শহীদ মিনার হতে টিএসসি
৬। শহীদুল্লাহ হল ক্রসিং হতে দোয়েল চত্ত্বর
৭। নীলক্ষেত হতে টিএসসি

যান চলাচলের বিকল্প রুট :
১।

মিরপুর রোড-সাইন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশি বাজার-চাঁনখারপুল-গুলিস্তান
২। রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৩। মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৪। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও
৫। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মৌচাক-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝিল
বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে :
১। হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর হতে আগত)
২। পরাতন এলিফ্যান্ট রোড (উত্তর হতে আগত)
৩। আব্দুল গণি রোড ( পূর্ব – দক্ষিণ দিকের গাড়িসমূহ)
৪ কার্জন হল হতে বঙ্গ বাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ)
৫। মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
৬। শিল্পকলা একাডেমি গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)
৭। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ)
৮। কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ- পশ্চিম দিকের গাড়িসমূহ)

প্রয়োজনে যোগাযোগ করুন : ৯৯৯, ১০০, ৯৫৫৯৯৩৩ , ০১৭১৩৩৯৮৩১১ ও ০১৭১১০০০৯৯০

উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং সম্মানিত জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহায়তা করার জন্য সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সহযোগিতা কামনা করা হচ্ছে। নববর্ষ অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতার জন্য নববর্ষ অনুষ্ঠানে আসার সময় সন্দেহজনক কোন সরঞ্জাম/বস্তু/ব্যাগ সাথে বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। – ডিএমপি নিউজ
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here