নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের আহ্বান কাদেরের

0
335

খবর ৭১:নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে ফ্রি, ফেয়ার ক্রিডিবল, একসেপ্টেবল (গ্রহণযোগ্য) নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’

অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন প্রয়োজন হবে না বলেও জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে। যারা ইতিবাচক রাজনীতি করে যাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসের অভিযোগ নেই নির্বাচনের আগে তাদের গ্রেপ্তার করা হবে না। তবে আইনের চোখে যারা অপরাধী নির্বাচনের আগে তাদের গ্রেপ্তার না করার কোনো কারণ নেই।’

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোন ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোন প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে।’
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here