নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২

0
1949
নদীর বুকে পাঁচতারকা হোটেল; এমভি কুয়াকাটা-২
এমভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশন এর সবচেয়ে জনপ্রিয় ও সমাদৃত প্রজেক্ট এম ভি কুয়াকাটা-১ এর পর বেশ অনেকদিন নীরবই ছিলো একই ব্যানারের আওতায় জাহাজ নামানোর প্রক্রিয়া টি। কিন্তু সে শীতল বরফের ভাঙন ধরে এম ভি কুয়াকাটা-২ এর নির্মানের মাধ্যমে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, সমসাময়িক অন্যান্য ৪ তলা বিশিষ্ট জাহাজের মধ্যে সম্ভবত এই একটি জাহাজকে ঘিরেই হাইপ ও ক্রেইজের পারদ টা ছিলো কিছুটা কম উচ্চতার। সাদা সিলিংয়ের উপরে হালকা উডেন টেক্সচার এবং এলইডি সাদা প্যানেল বাতি ও এলইডি ওয়ার্ম কালারের স্ট্রাইপের সমন্বয়ে তৈরি পুরো নৌযানটির সিলিং আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। চতুর্থ তলায় মাস্টারব্রীজের দুপাশে সার্কেল ডিজাইন এবং তাতে যুক্ত এলইডি স্ট্রাইপ বাতি, তৃতীয় তলার উপরিভাগে পুরো নৌযানটির বাইরে যুক্ত রঙিন স্পটলাইট এবং মাস্টারব্রীজের উপরে দু’ পাশে যুক্ত এলইডি মনিটর অন্ধকার রাতে কুয়াকাটা-২’র স্বতন্ত্র পরিচয় বহন করবে

নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২
এম ভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

একেবারেই আলাদাভাবে। সম্মুখভাগ থেকে কেবিনে প্রবেশের ও ডেকের প্রথম থেকে দ্বিতীয় তলার সিঁড়ির প্রতিটি ধাপে থাকছে ৬ ইঞ্চি প্রস্থের এলইডি মনিটর, যা দেশের নৌযানে ব্যবহারের ক্ষেত্রে একেবারেই প্রথম। প্রথম তলায় বাড়তি আকর্ষণ হিসেবে ডেকেও যুক্ত বিশালাকার এলইডি মনিটর, দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্রন্টডেক, কেবিনের দ্বিতীয় থেকে তৃতীয় তলায় উঠবার সিঁড়ির স্থানসহ আরও কিছু অংশ সাজানো হয়েছে বাড়তি ডিজাইন ও আলোকসজ্জার সাথেই। সিঙ্গেল, ডবল, ফ্যামিলি ও সেমি-ভিআইপি কেবিনগুলো সাজানো হয়েছে চমকপ্রদ আলোকসজ্জা এবং কাঠের মানসম্পন্ন কাজের কম্বিনেশনে। প্রচলিত ভিআইপি তথা বিজনেস ক্লাসের মূল জোনে প্রবেশের সাথে আপনি সহসাই পেতে যাচ্ছেন থ্রি-স্টার মানের স্বাদ। চারটি পৃথক ডিজাইনের ভিআইপি তথা

নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২
এম ভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

বিজনেস ক্লাস কেবিনের প্রতিটি কোণে আপনাকে সর্বাত্মক সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করা হয়েছে থ্রি-স্টার আদলের মান নিয়ন্ত্রণ করেই। যা আপনি বিছানা থেকে শুরু করে খুঁজে পাবেন সংযুক্ত ওয়াশরুমেও। কেবিন যাত্রীদের জন্য আকর্ষণীয় ও চমৎকার ডিজাইনের রেস্টুরেন্ট থাকছে তৃতীয় তলার একেবারে সম্মুখভাগে। যাতে আরামদায়ক আসন ও প্রচলিত ধারার লঞ্চের চাইতে ভিন্ন আঙ্গিকে খাবার পরিবেশনের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। ডেকের যাত্রীদের জন্য এই প্রথম এসি সুবিধা সম্বলিত পৃথক রেস্টুরেন্ট থাকছে নিচতলায়, যেখানে পরিকল্পনা রয়েছে কিছুটা ভিন্ন আঙ্গিকে খাবার ব্যবস্থা রাখার। ডেক ও কেবিন যাত্রীদের সুবিধার জন্য চারটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার থাকছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় তলার ডেক এ দুটি এবং দ্বিতীয় ও তৃতীয় তলার কেবিন

নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২
এম ভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

করিডোরে বাকি দুটি স্থাপন করা হয়েছে। মাস্টারব্রীজ ও ফানেলেও থাকছে ভিন্নতা যা একেবারেই নিজস্ব ডিজাইনের করেই তৈরি করার চেষ্টা করা হয়েছে। Beryl Architects ডিজাইনার ফার্ম দ্বারা ডিজাইনকৃত পুরো নৌযানটির ইন্টেরিয়র যাত্রীদের বেশ পছন্দ হবে বলেই বিশ্বাস লঞ্চ কর্তৃপক্ষের।

গতকাল প্রথমবারের মত ট্রায়াল সম্পন্ন করা কুয়াকাটা-২ পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছু সময় প্রয়োজন। পরিকল্পিত ডিজাইন থেকে পুরো বিজনেস ক্লাস জোন ও কেবিন এবং পুরো নৌযানটির আলোকসজ্জা ও ছোটখাটো কিছু কাজ এখনও শেষ হয়নি। নৌযানটিতে সকল ধরণের নেভিগেশন ইকুইপমেন্ট যুক্ত করা হলেও মাস্টারব্রীজে এগুলোর সংযুক্তি এবং ডিসপ্লে সেট করা হয়নি। ইনশাআল্লাহ

নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২
এম ভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

আগামী মাসের শুরুতেই সকল কাজ শেষ করে পুরো নৌযানটিকে সার্ভিসের জন্য প্রস্তুত করা হবে। পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রী ও আরও সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি জমকালো আয়োজনের সাথে পর্দা নামবে ডলার ট্রেডিং কর্পোরেশনের ফ্ল্যাগশিপ নৌযান এম. ভি. কুয়াকাটা – ২’র।

কুয়াকাটা – ২ নিয়ে আমাদের এমন বিশেষ আয়োজনে সহায়তা করায় আমরা ধন্যবাদ জানাই ডলার ট্রেডিং কর্পোরেশনের কর্ণধার জনাব আবুল কালাম খান’সহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এছাড়াও ইন্টেরিয়র ডিজাইনার ফার্ম’র প্রিন্সিপাল আর্কিটেক্ট আরিফ ভাই’সহ অন্যান্য কর্মকর্তাকে আমরা জানাই ধন্যবাদ।

নদীর বুকে পাঁচতারকা হোটেল; এম ভি কুয়াকাটা-২
এম ভি কুয়াকাটা-২, ছবিঃ সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here