নদীর পানি রেকর্ড পরিমান বৃদ্ধি, প্যারিসে বন্যা

0
318

খবর৭১:অবিরাম বর্ষণে ফ্রান্সের সেইন ও মার্নে নদীর পানি রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। এর ফলে, দেশটির রাজধানী প্যারিসে দেখা দিয়েছে বন্যা।

জানুয়ারী মাসে ১০০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের ঘটনায় এই বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে, বন্যায় বিখ্যাত ল্যুভর জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
চলতি মাসে অবিরাম বর্ষণে প্যারিসের সেইন ও মার্নে নদীর পানি রেকর্ড উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে, এই দুই নদী তীরবর্তী পর্যটকস্থান ও স্টেশনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যার পানির কারণে সেইন নদীর আশপাশের রাস্তায় চলাচল বন্ধ রয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় নৌকা ব্রিজের নিচ দিয়ে যেতে পারছে না। পর্যটকদের সতর্ক থাকতে ও নদীর কাছ থেকে দূরে থাকার আহবান জানানো হয়েছে। সেইন নদী ঘেঁষা সাতটি মেট্রোস্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, এই বন্যায় ল্যুভর জাদুঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ল্যুভর জাদুঘরের ইসলামিক আর্ট বিভাগের নিচের অংশে বন্যার পানি পৌঁছাতে পারে। ইতোমধ্যে বেজমেন্টে থাকা শিল্পকর্ম সরিয়ে ফেলা শুরু হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here