নতুন যুগ নতুন সিদ্ধান্ত, এরদোগানকে স্বাগত জানিয়েছে তুরস্কবাসী

0
353

খবর ৭১: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান নির্বাচনে জয়ী হবার পর বিতর্কিত জরুরি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের জনগণ।
২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে জরুরি আইন জারি করা হয়েছিল যার মেয়াদ পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়। এ আইনের সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হয়েছেন এরদোগান ও এমএইচপি নেতা দেভলেত বাহচেলি। বুধবার এক বৈঠকে দুই নেতা এ সিদ্ধান্ত নেন।
প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে বিজয়ী হন রিসেপ তাইয়্যেপ এরদোগান ও তার দল একেপি। এ নির্বাচনের আগে দলীয় প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here