নতুন যুগের শুরু হবে নেতা হাফিজ সৈয়দ

0
356

খবর৭১:পাকিস্তানের জামাত-উদ-দাওয়া নামের রাজনৈতিক দলের নেতা হাফিজ সৈয়দ কাশ্মীর প্রসঙ্গে বলেছেন, ‘নতুন যুগের শুরু হবে এবং আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সম্প্রতি নির্বাচনী জনসভা করে হাফিজ সৈয়দ এ কথা বলেন। দেশটির জাতীয় নির্বাচনে সমগ্র দেশে ২৬৫ আসনে প্রার্থী দিয়েছে হাফিজ সৈয়দের দল।

তার বক্তব্যের অধিকাংশ জায়গা জুড়েই ছিল কাশ্মীর। হাফিজ সৈয়দ জানান, কাশ্মীরে অনেক রক্ত ঝড়েছে। সর্বশক্তিমান সবকিছু দেখছেন, তিনিই চূড়ান্ত রায় দেবেন। কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত স্থির হবে স্বর্গ থেকে, ওয়াশিংটন থেকে নয়। খুব শিগগিরই কাশ্মীর স্বাধীনতা পাবে।

হাফিজ সৈয়দ বলেন, ‘কাশ্মীরে অনেকে ভারতীয় সেনার বন্দুকের সামনে প্রাণ হারিয়েছে। গুলির বিরুদ্ধে তারা পাথর ছুঁড়েছিল। ওরা সকলেই কাশ্মীরের স্বাধীনতা এবং যুক্ত পাকিস্তানের জন্য প্রাণ দিয়েছে। আল্লাহ সবকিছু দেখছে।’

উল্লেখ্য, একমাস পরে ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হাফিজ সৈয়দের ছেলে এবং জামাইসহ অনেক আত্মীয় ওই নির্বাচনে লড়াই করছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here