নতুন করে তুরষ্কে বইতে শুরু করছে নির্বাচনী হাওয়া

0
271

খবর৭১: নতুন করে তুরষ্কে বইতে শুরু করছে নির্বাচনী হাওয়া। তবে এটি সংসদীয় নয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচন।

এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। চলছে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া। তবে এতে ক্ষমতাসীন এরদোয়ানের দল চাপের মুখে পড়েছে। তবে তারা এ মুহূর্তে কোনো বৃহৎ জোট করতে চাইছে না। ফলে বিষয়টি জটিল হয়ে উঠেছে।
গত জুন মাসের সংসদীয় এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র পাঁচ মাসের মাথায়ই আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন।

স্থানীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন দল যথেষ্ট চাপের মধ্যে আছে। এরদোয়ানের দল নির্বাচনে জয়লাভের জন্য আগামী স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু এলাকায় জোটবদ্ধ হয়ে লড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর জুনের নির্বাচনে রেকর্ড সংখক শতকরা ৫২ ভাগ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন আক পার্টি প্রধান রিসেপ তাইয়্যিপ এরদোগান।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here