নজিরবিহীন ফল, ঢাবিতে ‘গ’ ইউনিটে ফেলের হার ৯০.২ শতাংশ

0
215

খবর ৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের ফেলের হার ৯০ দশমিক ২ শতাংশ।

২৫ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়ে ফেল করেছে ২৩ হাজার ১০৮ জন পরীক্ষার্থী।
অন্যদিকে পাস করেছে ২ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী। যেখানে পাসের হার মাত্র ১০ দশমিক ৯৮ শতাংশ।

আজ সোমবার বেলা ১১টায় ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
‘গ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পছন্দ তালিকা পূরণ করতে পারবেন পাসকৃত শিক্ষার্থীরা।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here