নওগাঁয় স্মার্ট এনআইডি কার্ড বিতরন কার্যক্রম শুরু

0
332

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ ৩ লাখ ১১ হাজার ৬শ ২৫টি কার্ড বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে নওগাঁ সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে দেশের ২৭ জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের যে কার্যক্রম শুরু হয়েছে তারই অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলায় কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম নওগাঁ’র স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীপেশার ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়।
নওগাঁ নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম জানান, অপাতত নওগাঁ সদর উপজেলা ও ধামইরহাট উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরন করা হবে। নওগাঁ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬শ ২৫ জন। এর মধ্যে স্মার্ট আই ডি কার্ড পাওয়া গেছে ৩ লাখ ২ হাজার ৩শ ২৪টি। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৪৩টি কেন্দ্র থেকে এগুলো বিতরন করা হবে। এর মধ্যে নওগাঁ পৌরসভা এলাকায় ৬টি কেন্দ্র এবং ১২টি ইউনিয়নে অপর ৩৭টি কেন্দ্র।
ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ১শ স৫৯ জন। সবগুলো এনআইডি কার্ড পাওয়া গেছে। বিতরনের অনুমতি পাওয়া গেলেই সেগুলো বিতরন কার্যক্রম শুরু হবে।#
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here