নওগাঁয় পৃথক অভিযানে ২০ জুয়ারী আটক

0
188

লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২০ জুয়ারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলা এবং উপশেরপুর পেদাপাড়ার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটক করা হলেন, সামসুর রহমান (৩৮), নাহিদ শেখ (২৬), মানিক হোসেন (৩৬), সিরাজুল ইসলাম (২৭), সুমন (২৮), সাজু মিয়া (৩০), ইউসুফ আলী (৪৪), আনারুল (৪৫), আরমান শেখ (৪৩), গৌতম হালদার (৪৪), জুয়েল রানা (৩৫), ইয়াছিন (৫০), ভোলা (২৭) এরা সকলে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি।

আরো হলেন, জেলার রানীনগর উপজেলার শুকুর আলী (৪২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার উজ্জল ফকির (৪৫), দুপচাঁচিয়া উপজেলার জিয়াউর রহমান(৩৮)।

এছাড়া জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মুনছুর আলী (৩৮), নূরুজ্জামান (৪২), জিয়ারুল (৩৩) ও রবিউল ইসলাম (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিত্বে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অনেকে পালিয়ে যায়। ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে জুয়া (তাস) খেলার সময় ১৬জনকে আটক করা হয়। এসময় ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে, শহরের উপশেরপুর পেদাপাড়া একটি বাড়িতে অভিযান চালিয়ে জয়পুরহাটের চার জুয়ারীকে আটক করা হয়। এসময় এক লাখ ৫১ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

এ দুটি স্থানে দীর্ঘদিন থেকে একটি মহল জুয়া চালিয়ে আসছিল। আর সেখানে জুয়া খেলতে কয়েকটি জেলা থেকে জুয়ারীরা আসত।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, জুয়ারীদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের নওগাঁ আদালতে পাঠানো হবে।#

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here