নওগাঁর মান্দায় পাকসেনার আদলে নির্মিত ভাস্কর্যটি অবশেষে চটে মোড়ানো হলো

0
307

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার সদর প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে নবনির্মিত গোলচত্বরে পাকসেনার আদলে মুক্তিযোদ্ধার ভাস্কর্য অবশেষে লজ্জা ঢাকতে চট ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকুর উপস্থিতিতে চট দিয়ে ঢেকে দেয়া হলো ভাস্কর্য। এছাড়া নতুন ভাবে আবার সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছে। তাতে লেখা হয়েছে নির্মাণ কাজ চলছে।

এর আগে গত ৪/৫ দিন ধরে ভাস্কর্যটি নিয়ে প্রথম ফেসবুকের একটি মন্তব্য কে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা , অনলাইন পত্রিকায় ব্যাপক লেখালেখি শুরু হয়। ব্যাপক প্রচারের ফলে ঘটনাটি নাটকীয়ভাবে অন্য দিকে মোড় নিয়ে তোলপাড়া শুরু হলে, টনক নড়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here