ধোনির চেন্নাইকে হারিয়ে বিদায় পাঞ্জাবের

0
386

খবর৭১ঃকিংস ইলেভেন পাঞ্জাবের বিদায় আগেই নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। রোববার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকেহারিয়ে আইপিএলকে বিদায় জানালো পাঞ্জাব।

রোববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে চেন্নাই। ইনিংসের শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকানো ফাফ ডু প্লেসিসের ৯৬ রানের ইনিংসে ভর করে ১৭০ রান করে চেন্নাই।

টার্গেট তাড়া করতে নেমে লোকেশ রাহুলের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ওভারের ১২ বল আগেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাঞ্জাব।

দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৭১ রান করেন লোকেশ রাহুল। এছাড়া ৩৬ ও ২৮ রান করেন নিকোলাস পুরান ও ক্রিস গেইল।

রোববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে চেন্নাই। ইনিংসের শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ডু প্লেসিস।

দলীয় ৩০ রানে শেন ওয়াটসন ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ৭৫ বলে ১২০ রানের জুটি গড়েন প্লেসিস।

এক উইকেটে ১৫০ রান করা চেন্নাই এরপর ১৭ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৩৮ বলে দুই ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫৩ রান করে ফেরেন রায়না। তার বিদায়ের ১৩ রানের ব্যবধানে ফেরেন প্লেসিস।

স্যাম কারানের গতির বলে বিভ্রান্ত হওয়ার আগে ৫৫ বলে চারটি ছক্কা ও ১০টি চারের সাহায্যে ৯৬ রান করেন ডু প্লেসিস। তার ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে ১৭০ রান করে চেন্নাই।

সংক্ষিপ্ত স্কোর

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৭০/৫ (ফাফ ডু প্লেসিস ৯৬, রায়না ৫৩)।

কিংস ইলেভেনপাঞ্জাব: ২০ ওভারে ১৭৩/৪ (লোকেশ রাহুল ৭১, নিকোলাসপুরান ৩৬, ক্রিসগেইল ২৮)।

ফল: পাঞ্জাব ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: লোকেশ রাহুল (পাঞ্জাব)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here