শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে নোবিপ্রবিতে মানববন্ধন

0
300

নোবিপ্রবি প্রতিনিধিঃ বেপরোয়া গাড়ি চালককে ফাঁসি দেওয়া, স্প্রিড ব্রেকার স্থাপন সহ শিক্ষার্থীদের নয় দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করতে গিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্তৃক হামলার বিরুদ্ধে মানব বন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এ মানববন্ধন করে তারা। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মানব বন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ নোবিপ্রবি ছাত্রলীগ একাত্বতা পোষন করে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সাথে সাথে আন্দোলনের ভিতর অনুপ্রবেশকারীদের ও চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য আহবান জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে –
১. বেপরোয়া চালককে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে।
২. নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।
৪. প্রত্যেক সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে।
৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।
৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।
৭. শুধু ঢাকা নয়, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
৮. রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে হবে।
৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here