ধামরাইয়ের ৪৯ টি সরকারী প্রাইমারী স্কুলের দপ্তরী কম প্রহরী নিয়োগের ফলাফল প্রকাশ

0
417

মুহাম্মদ শামসুল হক বাবু:  ঢাকা জেলার ধামরাইয়ে অবস্থিত ৪৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কম প্রহরী নিয়োগের মেধা তালিকার ক্রমানুসারে প্যানেল ভিত্তিক চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়াটি আটকে ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ঢাকা জেলার ধামরাইয়ের দপ্তরী কম নিয়োগ কমিটির স্বাক্ষরে ও তাদের উপস্থিতিতে গতকাল এই ফলাফল প্রকাশ করে বোর্ডে ও দেয়ালে টাঙ্গিয়ে দেয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের এই ফলাফলের তালিকা প্রদান করা হয়। দপ্তরী কম নিয়োগ কমিটির সদস্যগণ হলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি, এমপি প্রতিনিধি এম এ মালেক, উপজেলা শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য সচিব কাজী রাশেদ মামুন এবং ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতির স্বাক্ষরে এই ফলাফল প্রকাশ করা হয়। এদিকে দপ্তরী কম প্রহরীতে নতুন নিয়োগ প্রাপ্ত ও মেধা তালিকায় প্রথম হওয়া চৌটাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিপন সরকার বলেন, আমি এক সময় চৌটাইল স্কুলে পড়াশুনা করেছি, স্কুলটি আমার বাড়ীর কাছেই অবস্থিত, আশা করি সকল নিয়ম কানুন মেনে আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাবো। এদিকে আলাপকালে রিপন সরকারের পিতা অবিনাশ সরকার হাসিমুখে বলেন, আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ও কাংক্ষিত নিয়োগ পাওয়াতে আমি অনেক খুশি। আশা করা হচ্ছে যাহারা মেধা তালিকায় প্রথম হয়েছে তারা অচিরেই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here