ধান চাষ শুরু করলেন পুলিশ সুপার

0
313

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ লাইনে কোন অনাবাদি খালি জায়গা পড়ে থাকবে না এরই ধারাবাহিকতায় শুক্রবার ২২ শে (ফেব্রুযারি) নড়াইল পুলিশ লাইনে নিজ উদ্যোগে সমস্ত ফোর্স দের সঙ্গে নিয় প্রায় একবিঘা খালি জায়গা চাষ ধানের চাষ শুরু করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন আহাম্মেদ (সদর সার্কেল নড়াইল) পুলিশ আর আই লাইনসহ অন্যান্য পুলিশ সদস্যরা, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আমাদের দেশর উন্নয়ন করতে হলে আমাদের দেশের খালি জায়গাক ফেলে রাখা যাবে না খালি জায়গা অবশ্যই চাষ করতে হবে তাহলে আমাদের দেশের উন্নতি ঘটানো সম্ভব বলে তিনি মনে করেন বলেন, এসময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি, ও তাঁর ছেলে মেয়ে দের নিয়ে পুলিশ লাইনে ধানের চাষ দেখতেজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here