ধানের শীষের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগে খন্দকার আব্দুল মুক্তাদির

0
370

খবর ৭১ঃ
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির জনপ্রতিনিধিদেরকে জনগণের সেবক মন্তব্য করে বলেছেন, জনগণের পাশে যিনি দাঁড়াবেন তাঁকেই আপনারা নির্বাচিত করুন। বিগত দিনে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট-১ থেকে নির্বাচিত প্রতিনিধি জনগণের আশা-আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে পারেননি। এই মর্যাদাপূর্ণ আসনকে ধরে রাখতে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে।
গতকাল সোমবার (১০ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেট নগরীর বিভিন্ন স্থানে পথসভা ও জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি জনগণের পাশে দাঁড়াননি। তাই কাঙ্খিত উন্নয়ন সাধিত হয়নি। এসময় দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনের জন্য গণতন্ত্রকে বিজয়ী করতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের উদাত্ত আহবান জানান।
এছাড়া খন্দকার আব্দুল মুক্তাদির জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিলেটের উন্নয়নে কাজ করবো।
জাতীয় ঐক্যফ্রন্ট সিলেট-এর সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নূরুল হক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, আলহাজ্ব শেখ মকন মিয়া, জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমন্বয়কারী মিনহাজ গাজী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, মহানগর খেলাফত মজলিশের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নাগরিক ঐক্য মহানগরের সদস্য সচিব তৌফিক পাশা রাসেল, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম এমরান, মহানগর গণফোরাম-এর সভাপতি এডভোকেট আনসার খান, সেক্রেটারী নিজাম উদ্দিন, বিজেপির ডা. এ কে এম নূরুল আম্বিয়া রিপন, মোজাম্মেল হোসেন লিটন, গণফোরাম-এর আনিসুর রহমান, লেবার পার্টির মাহবুবুর রহমান খালেদ, জমিয়ত মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাগপার আমিনুর রহমান লিটন, শাহজাহান আহমদ সাজু, মোহাম্মদ মামুন কবির, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, মাজহারুল ইসলাম ডালিম, মামুনুর রশীদ মামুন, দিলু মেম্বার, সুরমান আলী, আব্দুল মালেক, সালিক আহমদ চৌধুরী, জাকির হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বকর সিদ্দিক সরকার।
এদিকে, নগরীর ১০ নং ওয়ার্ডের কলাপাড়া পয়েন্টে ধানের শীষের পক্ষে পথসভায় অনুষ্ঠিত হয়। আলী আকবর ফকিরের সভাপতিত্বে, নাসির উদ্দিন রবের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন হাজী শফিকুর রহমান, সাবের আহমদ, আব্দুস সালাম বাচ্চু, আবুল কালাম আজাদ, মখলিসুর রহমান, জালাল উদ্দিন, ইকবাল আহমদ, সানাউল হক সানা, সোহেল বাছিত, জাকির হোসেন তালুকদার, আব্দুল হাকিম, চৌধুরী মুহাম্মদ সোহেল, এমদাদুল হক স্বপন, মনির উদ্দিন মনু, রানা মিয়া, অলি চৌধুরী, সুদীপ জ্যোতি এ্যাস, এনামুল হক এনাম, ফজলে রাব্বী আহসান প্রমুখ।
নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে ধানের শীষের পক্ষে আখালিয়া নয়াবাজারে আব্দুল মালিক মৃনালের সভাপতিত্বে, আফসর খান, আব্দুল হাদী মাসুমের পরিচালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আমির হোসেনসহ বিএনপি, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। এসব পথসভায় বিএনপি, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ: বুধবার দুপুর দুইটায় সিলেট রেজিস্ট্রারি মাটে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে উপস্থিত থাকবেন গণফোরাম-এর সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব ও জাতীয় নেতৃবৃন্দ। মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ করেন ঐক্যফ্রন্ট সিলেটের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here