ধানের চারা রোপন করে তীব্র প্রতিবাদ, এতেও কর্তৃপক্ষের টনক নড়ছেনা

0
272

হাবিবুর রহমান নাসির, ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের জাউয়া বাজারের বেহাল দশা,দেখার যেন কেউ নেই-?
১কি.মি জুড়ে .সড়কের,ছোট -বড় গর্তে মিনি পুকুরে পরিনত হয়েছে।ময়লা-আবর্জনা এবং কাঁদা পানিতে সড়কটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে।যানবাহন ও পথচারী চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে  জাউয়া বাজারের পুলিশ তদন্ত কেন্দ্র হইতে ডিগ্রী কলেজ পর্যন্ত ১কি.মি.সড়ক সামান্য বৃষ্টিতে পানি জমে মিনি পুকুরে পরিনত হয়,কাঁদা পানিতে পথচারী সহ মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজ,বাজারে আগত পথচারীর যাতায়াতে বিঘ্ন হচ্ছে।সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী,এমপি ও আমলারা প্রতিনিয়ত এ বাজারের এ করুন দৃশ্য নিজ চোখে দেখলেও তা থেকে উদ্ধারের নেই কোনো উদ্যোগ।জনপ্রতিনিধিগন নিরব ভূমিকায় অবতীর্ণ রয়েছেন।সরকার জাউয়া বাজার থেকে প্রায় বার্ষিক দেড় কোটি টাকা রাজস্ব আয় করছেন,
সড়ক বিভাগ রহস্যজনক কারনে রয়েছেন উদাসীন।পুলিশ তদন্ত কেন্দ্র,ডিগ্রী কলেজ,উচ্চ বিদ্যালয়,টাইটেল মাদ্রাসা,তহশিল অফিস,হাট -বাজারসহ অসংখ্য প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অসংখ্য জনগনের যাতায়াত এখন চরম কষ্টকর হয়ে উঠেছে।ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচলে,
ছোট-বড় গর্তে পড়ে কাঁদা পানির ছিটকাতে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি লেগেই আছে। সিএনজি,অটোরিক্সা,ইজিবাইক রিক্সাগুলো ঠাঁই কাঁদা ও পানিতে দাড়িয়ে যাত্রীদের উঠানামাসহ প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।ভাসমান ও ফুটপাত ব্যবসায়ীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।জনগন নির্বিঘ্নে সড়ক দিয়ে চলাচল করতে পারছেনা-?
সড়কটি ব্যাপারে কর্তৃপক্ষ একবারে নিরব ভূমিকা পালক করছেন।সরকারের নজরে পড়ার জন্য এ সড়কে ইতিমধ্যেই ধানের চারা রোপন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভূক্তভোগী জনগন।এতে ও কর্তৃপক্ষের টনক নড়ছেনা ।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াতে একাধিক সচিত্র প্রতিবেদন ছাপিয়েও এর কোনো সুরাহা পাচ্ছে না-?
সরকারের যোগাযোগ মন্ত্রনালয় জরুরী ভিত্তিতে ছাতকের ঐতিহ্যবাহী জাউয়া বাজারের ১কি.মি.সড়কের দ্রুত উন্নয়নের ব্যবস্থা গ্রহনের জোর দাবী ভুক্তভোগী জনগনের।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here