দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আটক ৩ বাংলাদেশিকে স্বদেশে হস্তান্তর করেছে ভারত

0
231

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আটক তিন বাংলাদেশিকে বেনাপোল দিয়ে স্বদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার দুপু‌রে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, কুমিল্লার লালমায় উপজেলার আলীশ্বর গ্রামের সুনীল সূত্রধরের স্ত্রী সেনেকা রানী (৩৫), সেনেকা রানীর মেয়ে সুমিতা রানী (১৫) ও ছেলে অপূর্ব (১১)।

জানাযায়, ফেরত তিন বাংলাদেশি কয়েক মাস আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যায়। পরবর্তীতে এই তিনজন সেখানে ভারতীয় পাসপোর্ট তৈরি করে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। বুধবার (৩ অক্টোবর) আবার তারা ওই ভারতীয় পাসপোর্টে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জানতে পারে এরা একইসঙ্গে দুই দেশের পাসপোর্ট ব্যবহার করে যাতায়াত করছে। পরে তাদেরকে আটক করে আইনি প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এসআই হোসেন নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here