দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডুবে যাওয়া রণতরী ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষের খোঁজ মিলল

0
321

খবর৭১:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে কোরাল সাগরে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি অনুসন্ধানী দল জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। সোমবার অ্যালেন এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ৫০০ মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার নিচে রণতরীর ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া যায়।

এই রণতরীটি ও তার সঙ্গে ডুবে যাওয়া বিমানগুলোর বেশি কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন অনুসন্ধানাী দলের সদস্যরা।

১৯৪২ সালের ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ইউএসএস লেক্সিংটন ও ইউএসএস ইয়র্কটাউন কোরাল সাগরে জাপানিবাহিনীর সঙ্গে লড়াই করে। যুদ্ধের শেষ দিকে এসে ডুবে যায় ইউএসএস লেক্সিংটন; ‘লেডি লেক্স’ বলেও যাকে ডাকা হতো। ওই যুদ্ধে ২০০ জনের বেশি ক্রুর মৃত্যু হয়। তবে লেক্সিংটন ডুবে যাওয়ার আগে বেশিরভাগ ক্রুকেই উদ্ধার করে অন্য একটি মার্কিন জাহাজ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here