দোয়ারায় ১৪ বছরের শিশু বলাৎকারের শিকার

0
296

হাবিবুর রহমান নাছির ছাতক প্রতিনিধিঃ
দোয়ারার নৈনগাঁও গ্রামে মোকামের উরস অনুষ্টানে ১৪ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত লেছু মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ছাতক উপজেলার আন্দারীগাঁও গ্রামের ওয়াছির আলীর পুত্র। জানা যায় উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে প্রতি বছরের ন্যায় শুক্রবার দিবাগত রাতে সন্তু-শাহ পীর সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘মাজার শরিফে উরসের অনুষ্ঠান চলছিল। মধ্যরাতে প্রাকৃতির ডাকে মাজারের উত্তর পাশে পুকুর পাড়ে যাবার পর উরসে আসা ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাঁশটিলা গ্রামের ১৪ বছরের ওই শিশুকে জোর পুর্বক ২ লম্পট মিলে পালাক্রমে বলৎকার করে। এসময় তার চিৎকারে নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য লিয়াকত আলী ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে আটক করেন লেছু মিয়াকে। এসময় তার অপর সহযোগি একই গ্রামের আকিল মিয়া(২৫) পালিয়ে যেতে সক্ষম হয়। লেছু মিয়াকে আটক করে মাজার কমিটির কাছে নিয়া গেলে কমিটির লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন। এঘটনায় শিশুর পিতা বাদী হয়ে শনিবার দোয়ারা থানায় ২ জনকে আসামী করে একটি মামলা (নং-৯ ) দায়ের করেন। এ ব্যাপারে দোয়ারা থানার ওসি সুশিল রঞ্জন দাস জানান, ঘটনার সাথে জড়িত একজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here