দৈনিক স্পন্দনের বেনাপোল অফিস ও প্রতিনিধি শেখ কা‌জিম উদ্দি‌নের বা‌ড়ি‌র সামনে দফায় দফায় বোমা বিস্ফোরণ

0
265

প্রেস বিজ্ঞপ্তি : বেনাপোল বন্দর প্রেসক্লা‌বের সভাপ‌তি ও দৈ‌নিক স্পন্দ‌নের বেনা‌পোল প্রতিনিধি শেখ কা‌জিম উদ্দি‌নের বা‌ড়ি‌র সামনে এবং দৈনিক স্পন্দনের বেনাপোল অফিসের সামনে দফায় দফায় বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সকল সদস্যরা। এসময় তারা সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক আটকের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল বেলা সা‌ড়ে ১২ টার সময় দৈ‌নিক স্পন্দন অফিস‌কে লক্ষ ক‌রে পরপর ৭ টি বোমার বি‌স্ফোরন ঘটায় দুষকৃৃৃতিকারী। পরে কাজিম উদ্দিনের বাড়ির সামনে গিয়ে ২ টি বোমার বি‌স্ফোরন ঘটিয়ে ত্রাস সৃস্টি করে এলাকায়। যার কারণে উক্ত বাড়ির ছোট্র ছেলেমেয়েদের মধ্যে একদিকে যেমন ভয়  সঞ্চার হয়েছে। অন্যদিকে প্রাণ নাশের আশঙ্কায় ভুকছে উক্ত সাংবাদিক পরিবারের সদস্যরা।
এ ঘটনায় তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ ক‌রে বিবৃতি দি‌য়ে‌ছেন দৈ‌নিক স্পন্দ‌নের প্রকাশক ও সম্পাদক তথা বেনাপোল বন্দর প্রেস ক্লাবের উপ‌দেষ্টা আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, বন্দর প্রেস ক্লা‌বের উপ‌দেষ্টা ও দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, উপদেষ্টা ও গ্রা‌মের সংবা‌দ পত্রিকার প্রকাশক-সম্পাদক এম এ মুননাফ, উপদেষ্ঠা ইয়ানুর রহমান, বন্দর প্রেস ক্লা‌বের সি‌নিয়র সহ-সভাপ‌তি আবুল বাসার, নুরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ন সম্পাদক আব্দুল জ‌লিল, সাংগঠ‌নিক সম্পাদক আনিছুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শাহীদুল ইসলাম শা‌হিন, শাহাবু‌দ্দিন আহ‌ম্মেদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক শাহ‌নেওয়াজ স্বপন, তা‌মিম হো‌সেন সবুজ, আইন বিষয়ক সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সাইদুল ইসলাম প্রমুখ। উক্ত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বন্দর প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here