দেশে গুম-হত্যা বেড়েই চলেছে সাবেক রাষ্ট্রপতি- এরশাদ

0
387

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি বলেছেন, মা-বোনকে বাঁচাতে হলে, চালের দাম কমাতে হলে, ইয়াবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে, শান্তিতে ঘুমাতে হলে, জাতীয় পার্টি ছাড়া আর কোন বিকল্প দল নাই। বর্তমানে মানুষ শান্তিতে নাই, অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এদেশের মানুষকে শান্তিতে রাখতে হলে জাতীয় পার্টিই একমাত্র মুক্তির পথ, একমাত্র আশার আলো। এছাড়া, ব্যাপক হারে দেশে গুম, হত্যা আহাজারি বেড়েই চলেছে।
বুধবার দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সুন্দরগঞ্জ আসনে উপ-নিবার্চনের পরিবেশ যেন হয়, সুষ্ঠ-অবাধ ও নিরপেক্ষ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আনিসুল ইসলাম মাহমুদ, রেজাউল ইসলাম ভুইয়া, অবসর প্রাপ্ত মেজর খালেদ আখতার, পার্টির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারি, জেলা জাতীয় পার্টির সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি আব্দুর রশীদ সরকার।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here